Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সমাপ্ত প্রকল্প

গাইবান্ধা পিটিআই ২০১৭-২০১৮ অর্থ বছরে দুটি প্রকল্প গ্রহণ করেছে। তার মধ্যে একটি হলো পিটিআই গাইবান্ধা এ্যাপ্স। যার মাধ্যমে পিটিআই এর ডিপিএড প্রশিক্ষণার্থীদের বিভিন্ন ছুটি হাজিরা, নোটিশ প্রদান করা হয়। ইহা সম্পর্ণ অনলাই ভিত্তিক। অন্য টি হলো প্রশিক্ষণ লব্দজ্ঞান শ্রেণি শিখন শেখানো কার্যক্রমে কার্যকর ভাবে প্রয়োগে শিক্ষককে সহায়তা করণ।

আইডিয়ার সারাংশ: প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের প্রশিক্ষণলব্ধ জ্ঞান মাঠ পর্যায়ে যথাযথভাবে বাস্তবায়নের মাধ্যমে শিক্ষার গুণগত মান বৃদ্ধি করার লক্ষে নিয়মিত ফলাবর্তন এবং ফলোআপের ব্যবস্থা প্রয়োজন। এ কার্যক্রম বাস্তবায়নের জন্য একটি  ঞবধপযবৎং ঝঁঢ়ঢ়ড়ৎঃ ঞবধস (ঞঝঞ) গঠন করার মাধ্যমে শিখন শেখানো কার্যক্রমকে আরও কার্যকরি ও ফলপ্রসূ করা হয়। এ দলের সদস্য উপজেলার ইউআরসি ইন্সট্রাক্টর, উপজেলা শিক্ষা অফিসার, সহকারী উপজেলা শিক্ষা অফিসার, পিটিআই ইন্সট্রাক্টর এবং বিষয়ভিত্তিক দক্ষ ০৫/১০ জন শিক্ষক যাঁদের সমন্বয়ে তিন মাস ভিত্তিক একটি পরিদর্শন পরিকল্পনা ও ফলাবর্তন বাস্তবায়ন করা হয়। পরিকল্পনা অনুযায়ী বিদ্যালয়ে, শ্রেণি পাঠদান পর্যবেক্ষণ এবং ভিডিও ধারণ, তাৎক্ষণিক ফলাবর্তন প্রদান করা হয়। এভাবে সকল বিদ্যালয় পরিদর্শন শেষে প্রতি তিনমাসে একবার ইউআরসি/পিটিআইতে ত্রৈমাসিক পর্যালোচনা সভা করা হয়। যেখানে পাঠ পর্যবেক্ষণ প্রতিবেদন ফরম এবং ভিডিও পর্যালোচনা করে ত্রæটিসমূহ বাছাই এবং বিদ্যালয়ে প্রতিবেদন প্রেরণ এবং ফলোআপ পরিদর্শনের জন্য পরবর্তী তিন মাসের পরিকল্পনা প্রণয়ন করা হয়। এটি একটি চলমান প্রক্রিয়া।