গাইবান্ধা বাসস্টান্ড থেকে সোজা র্পূব দিকে পুরান বাজার আসতে হবে। পুরান বাজার থেকে (বড় মসজিদের সামনে দিয়ে দক্ষিণ দিকে যে মহাসড়ক চলে গিয়েছে) গাইবান্ধা-সাঘাটা রোডে 2 কিলোমিটার দক্ষিণ দিকে সদর উপজেলার মূল ফটক ছেড়ে বাংলাবাজার নামের একটি ছোট বাজার পাওয়া যাবে। বাংলাবাজার থেকে 200 মিটার দক্ষিণ দিকে এসে মূল রাস্তার পশ্চিম পার্শ্বে প্রাইমারী টির্চাস ট্রেনিং ইন্সটিটিউট, গাইবান্ধা এর অবস্থান। গাইবান্ধা জেলার গাইবান্ধা সদর উপজেলার ভি-এইড রোড, বাংলাবাজার এলাকায় অবস্থিত।
দুরত্ব:
ঢাকা-গাইবান্ধা দুরত্ব ৩০৫ কি:মি:।
রাজশাহী-গাইবান্ধা দুরত্ব প্রায় ১৯২ কি:মি:।
রংপুর-গাইবান্ধা দুরত্ব প্রায় ৭৫ কি:মি:।
গাইবান্ধা কেন্দ্রীয় বাস টার্মিনাল হতে প্রায় ২ কি:মি:।
রেল স্টেশন হতে দুরত্ব প্রায় ১.৫ কি:মি:।
ভাড়া: রিক্সা-২০/-, অটো/সিএনজি-৫০/-।
টেলিফোন: 0541-61661
email: ptigaiba@gmail.com
website: www.ptigaibandha.com
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস